Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান

১২ ডিসেম্বর কক্সবাজার হানাদারমুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৮:২৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ট সন্তান। তাঁদের কল্যাণে এই দেশ স্বাধীন হয়েছে। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহাহারছড়া গোল চত্বর মাঠে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে দিচ্ছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পরেও তাদের যথাযোগ্য সন্মান দেওয়া হচ্ছে। এ সময় মন্ত্রী কক্সবাজার বাহারছড়ার গোলচত্বর মাঠটি মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন।

এর আগে অনুষ্ঠানে দেশ মাতৃকা রক্ষায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সকলকে শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

১২ই ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস উদযাপনে ‘বিজয় পথে পথে শিরোনামে, এই বীর মুক্তিযোদ্ধা আঞ্চলিক মহাসমাবেশ এর আয়োজন করা হয়।

সবশেষে, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশসেরা শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেছে, জনপ্রিয় ব্যান্ড দল, চিরকুট।

এরপর সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল র‌্যালির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২ দিনের সফরে কক্সবাজার আসেন রোববার। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। ১৩ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বিমানযোগে তিনি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ