Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিক নির্বাচন: চলিতেছে সার্কাস: খেলা পাল্টা খেলা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৫:৪৫ পিএম

নাসিক নির্বাচন নিয়ে চলিতেছে সার্কাস। খেলা এবং পাল্টা খেলা। কেউ কাউকে নাহি ছাড়ি সমানে সমান।
এবার বিএনপি নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন্ন নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
রোববার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে গিয়াস উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আকারাম হোসেন খান ও মাজেদুল ইসলাম।
এবার সিটি নির্বাচনে মুহাম্মদ গিয়াস উদ্দিন ছাড়াও মহানগর বিএনপি নেতা সাখাওয়াত হোসেন ও এটিএম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারও মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। তবে বিএনপি দলীয়ভাবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। ফলে বিএনপির প্রত্যেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ