বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হিন্দু শাস্ত্রমতে, পাশাপাশি বট-পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। তাই রীতি মেনে মহাধুমধামে এই বিয়ে আয়োজন করা হয়। বিয়ের আগে বটের নাম রাখা হয় ‘বিজয়’ আর পাকুড় হয় ‘বনলতা’।
বিজয়ের বাবা-মা হয়েছিলেন বিধান চন্দ্র সরকার ও আরতি রানী সরকার দম্পতি। আর বনলতার বাবা-মা বিশ্বজিৎ সরকার ও কনিকা রানী সরকার দম্পতি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার জানান, হিন্দুশাস্ত্রে আছে বট-পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়। সেজন্যই এ আয়োজন। এ বিয়েতে প্রায় দেড় হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
জানা যায়, রাজশাহীর খড়খড়ির শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির প্রাঙ্গণ যেন বিয়ে বাড়ি। বর সাজে ‘বিজয়’ এবং কনের সাজে ‘বনলতা’। অতিথিও এসেছেন হাজারখানেক। বাদ্য-বাজনার তালে মেতেছিল বিয়ে বাড়ি। যথারীতি এলো গোধূলি লগ্ন। মন্ত্র পড়ে বিয়ের আচার-আনুষ্ঠানিকতা শেষ করলেন পুরোহিত পুলক আচার্য।
তবে শনিবারের (১১ ডিসেম্বর) আয়োজিত এই বিয়ে আর সব বিয়ের মতো নয়। বর ও করে পাশাপাশি দাঁড়িয়ে থাকা বট ও পাকুড় গাছ। ১৭ বছর আগে গাছ দুটি লাগানো হয়েছিল মন্দির চত্বরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।