পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৭ জন। মারা গেছেন পাঁচজন। গতকাল এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর একদিন আগে অধিদফতর ২৬৯ জন শনাক্ত ও একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, তবে বেড়েছে মৃত্যু।
অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া ১৭৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। মোট মারা গেছেন ২৮ হাজার ২২ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১২২ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৫২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৫৭৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৩২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৬০ হাজার ৪৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৩৮ হাজার ৫৪৩টি।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ১৩ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ, মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই নারী। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন। মারা যাওয়া পাঁচজনের ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের। পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।