Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

আগামী ১৮ ডিসেম্বর শনিবার ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালুর দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবস উদযাপন করা হয়। এ ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর ‘সুপ্রিম কোর্ট দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত শুক্রবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে।

দলটিতে অন্য বিচারপতিগণের মধ্যে ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।

এদিকে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। এসময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আগামীতেও এ ধরণের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ২০১৮ সালে বাংলাদেশে প্রথম ‘সুপ্রিম কোর্ট দিবস’ উদাযাপিত হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম কার্যক্রম শুরু করে। এ প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসকে প্রতিবছর ‘সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালতকে বর্ণাঢ্য সাজে সজ্জিতকরণের উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ