প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলার আসামী হওয়ায় তিন তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে পুলিশ নজরদারিতে রেখেছে। যেকোনও সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান। গত ৪ ডিসেম্বর রাজধানীর একটি থানায় সাদ স্যাম রহমান নামে ভুক্তভোগী এক গ্রাহক মামলাটি করেন বলে শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন। তাহসান, মিথিলা ও ফারিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের এবং মো. আবু তাইশ কায়েস। মামলার বিষয়ে তিন তারকা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে। এ বিষয়ে তাহসান যুক্তরাষ্ট্র থেকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভ্যালি বিষয়ক অনেকগুলো অভিযোগ চোখে পড়ায় তিনি অনেক আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেন। এই মামলাটি পরিষ্কার হয়রানি। কোনো প্রতিষ্ঠান কীভাবে কাজ করে তা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জানার কথা নয়। তদন্তের মাধ্যমে এটা অবশ্যই প্রমাণিত হবে যে ইভ্যালির কর্মকান্ডের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের কোনো স¤পৃক্ততা নেই। মামলা নিয়ে একই কথা বলেন অভিনেত্রী মিথিলাও। তিনি বলেন, অন্যদের কাছ থেকে মামলার বিষয়টি জেনেছি। বিষয়টি নিয়ে কী বলা উচিত বুঝতে পারছি না। তবে খুবই কষ্ট পেয়েছি। আমি কাউকে দোষ দিচ্ছি না। কারণ অনেক মানুষই এটার ভুক্তভোগী। আমি নিজেও ভুক্তভোগী। আমার সঙ্গেও প্রতারণা হয়েছে। তাদের এই কর্মকান্ডের ব্যাপারে আগে থেকে অবগত ছিলাম না। ইভ্যালির সঙ্গে জড়িত হওয়ার এক মাস পর থেকে এই প্রতিষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেই। সবকিছু মিলিয়ে আমিও হয়রানির শিকার হয়েছি। যিনি মামলা করেছেন তার মতো আমিও ভুক্তভোগী। অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। কেন, কী জন্য হয়রানি সেটা আমি জানি না। আর পুলিশ এটা তদন্ত করে দেখবে আমার স¤পৃক্ততা আছে কিনা। আমি নিশ্চিত তারা আমার স¤পৃক্ততা পাবে না। মামলায় আমাকে যে কয়েকটা অপরাধ দেখানো হয়েছে সেগুলোর সঙ্গে আমার কাজের কোনও মিল নেই। আমি এখনও ইভ্যালি থেকে এক টাকাও পাইনি। যে অভিযোগ করেছে সেগুলোর সঙ্গে আমি স¤পৃক্ত না। আমি কখনো প্রমোশন করি নাই। বেতনের টাকা নিয়ে আমি প্রমোশন করব না। চাকরি নেয়ার সময়ই বলেছি। শবনম ফারিয়া আরো বলেন, ইভ্যালি নিয়ে আমি ফেসবুকে কোনো রকম পোস্ট শেয়ার করিনি। কারণ, আমি জয়েন করতে করতেই ওদের ঝামেলা শুরু হয়ে যায়। কোনো কাজই করতে পারিনি তাদের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।