Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় নোনাজলের কাব্য ও রেহানা মরিয়ম নূর পুরস্কৃত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশের দুই সিনেমা রেহানা মরিয়ম নূর ও নোনা জলের কাব্য কানাডায় দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যলে (মিসাফ) তিনটি পুরস্কার পেয়েছে। এর মধ্যে ‘নোনাজলের কাব্য’ সিনেমার জন্য পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালক' এবং চিত্রগ্রাহক চানানুন চোতরুনগ্রজ পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক-এর পুরস্কার। রেহানা মরিয়ম নূরে অভিনয়ের জন্য আজমেরী হক বাঁধন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। এ বছর বিচারকেরা নোনাজলের কাব্য প্রসঙ্গে বলেন, সিনেমাটির অসাধারণ গল্প, চিত্রগ্রহণ, নির্মাণের প্রেক্ষাপট, জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা এবং সবার অভিনয় আমাদের মনে দাগ কেটেছে। চানানুন চোতরুনগ্রজ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত অসম্ভব দুর্গম একটি জায়গার দুর্লভ কিছু চিত্র ধারণ করেছেন। মিসাফ-এর পরিচালক আরশাদ খান বলেন, নোনাজলের কাব্য বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করলো, এমনকি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্যও এটি নতুন একটি মানদÐ। উল্লেখ্য, এ বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ এশীয় চলচ্চিত্র নেটপ্যাক পুরস্কার লাভ করে সিনেমাটি। অন্যদিকে, গত কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম সিনেমা রেহানা মরিয়ম নূর স্থান লাভ করে। লন্ডন, বুসান ও সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সিনেমা দুটি এখন ঢাকায় স্টার সিনেপ্লেক্সে চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ