Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রায়নার কণ্ঠে মাদকবিরোধী গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মাদক এবং আত্মহত্যা হতাশার কোন সমাধান নয়, এসো নিজেকে এবং জীবনকে ভালোবাসি- এমন বক্তব্য নিয়ে গাইলেন প্রতিশ্রুতিশীল গায়িকা রায়না। রিয়াজ আহম্মেদের কথা ও সুরে ‘খাঁচায় বাাঁচা’ শিরোনামের এ গানটির সঙ্গীতায়োজন করেছেন সাহেদ রহমান। গানচিল মিউজিক থেকে প্রকাশিত গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ইয়ামিন এলান। এ গানটি রায়নার কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান। এর আগে তিনি কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে ‘আয় খুকু আয়' গেয়ে’ আলোচনায় আসেন। গানটির গীতিকার রিয়াজ আহাম্মেদ বলেন, খাঁচায় বাঁচা একটি বক্তব্যমূলক গান। মূলত আমাদের স্কুল-কলেজ পড়–য়া সন্তানরা সামাজিক পারিবারিক বিভিন্ন টানাপোড়েনে দৃশ্যমান এবং অদৃশ্যভাবে খাঁচায় বন্দী, যা তাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলছে প্রতিনিয়ত। মাদকাসক্তি ও আত্মহননের মতো কঠিন সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে অবলীলায়। পরিবার হারাচ্ছে প্রিয় সন্তান আর দেশ হারাচ্ছে মেধা। এই ম্যাসেজ সমাজের জন্য এখন ভীষণ অপরিহার্য। জ্যাজ ঘারানার বক্তব্যধর্মী মৌলিক গানটি দিয়ে পথচলা শুরু হওয়াতে রায়নাও ভীষণ উচ্ছ¡সিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ