Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিতেশ দেশমুখের পরিচালনায় মারাঠি ফিল্মে জিনেলিয়া

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘বেদ’ নামে একটি মারাঠি ফিল্ম দিয়ে পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে অভিনেতা রিতেশ দেশমুখের। রোমান্টিক ড্রামা ধারার ফিল্মটির পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তিনি লিখেছেন, “ দীর্ঘ ২০ বছর ক্যামেরার সামনে কাজ করার পর, বড় একটি পদক্ষেপ নিচ্ছি। একটি মারাঠি ফিল্ম পরিচালনা শুরু করার আগে আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি। এই যাত্রায় সঙ্গে থাকুন, এই পাগলামির অংশ হোন।” ফিল্মটির আরেকটি বিশেষ দিক হল এর নায়িকা হলেন জিনেলিয়া ডিসুজা। বেশ কিছু তেলুগু আর তামিল ফিল্মের পর তিনি আবার কেন্দ্রীয় ভূমিকায় ফিরছেন। বেশ কয়েকটি বলিউড ফিল্মে অতিথি ভূমিকায় অভিনয়ের পর তিনি প্রধান ভূমিকায় ফিরবেন। তার সর্বশেষ ফিল্ম ছিল ২০২০-এর ‘ইট’স মাই লাইফ’। এটি তার প্রথম মারাঠি ফিল্ম হবে। জিয়া শঙ্কর এবং রিতেশ ফিল্মটিতে অভিনয় করবেন। রিতেশকে এর আগে ‘বাগি ৩’-এ দেখা গেছে। এছাড়া তিনি ‘প্ল্যান এ, প্ল্যান বি’, ‘কাকুড়া’ এবং ‘বিস্ফোট’ ফিল্ম দুটিতে অভিনয় করছেন। রিতেশ ২০১২ সালে জিনেলিয়াকে বিয়ে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ