Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামলনের ‘নক অ্যাট দ্য কেবিন’-এ ডেইভ বটিস্টা

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নাটকীয়তা ও থ্রিলার ফিল্মে দক্ষ মনোজ নাইট শ্যামলনের ‘নক অ্যাট দ্য কেবিন’ ফিল্মে অভিনয় করবেন অ্যাকশন তারকা ডেইভ বটিস্টা। হলিউড রিপোর্টার জানিয়েছে শ্যামলন নিজের কাহিনী ও চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করবেন। মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি, ২০২৩-এ। ‘ওল্ড’ (২০২১), ‘গ্লাস’, স্প্লিট (২০১৭)’ এবং ‘দ্য ভিজিট’ (২০১৫) ফিল্মগুলোর মত এটিও ইউনিভার্সাল স্টুডিওসের সহযোগিতায় নির্মিত হবে। আশ্বিন রাজন, মার্ক বিনস্টক, স্টিভেন স্নাইডারের সঙ্গে শ্যামলন তার ব্লাইন্ডিং এজ পিকচার্সের পক্ষে ‘নক অ্যাট দ্য কেবিন’ প্রযোজনা করবেন। ফিল্মটি প্লট সম্পর্কে কোনও ধারণা দেয়া হয়নি। পেশাদার রেসলিং থেকে অবসর নিয়ে বটিস্টা হলিউডে ব্যস্ত হয়েছেন। তিনি ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ সিরিজে ড্র্যাক্সের ভূমিকায় অভিনয় করেন; এই বছরের ‘ড্যুন’ ফিল্মটির আগে তিনি ২০১৭’র ‘বেøড রানার ২০৪৯’ ফিল্মে অভিনয় করেছেন। জ্যাক স্নাইডারের ‘আর্মি অফ ডেড’ ফিল্মে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তিনি এখন জেমস গানের পরিচালনায় ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’র শুটিংয়ে অংশ নিচ্ছেন। তিনি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ এবং ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ ফিল্মগুলোতে ড্র্যাক্সের ভূমিকায় অভিনয় করেছেন। তাকে আগামীতে ‘নাইভস আউট টু’তে অভিনয় করবেন। এছাড়া জেসন মোমোয়ার সঙ্গে তাকে একটি বাডি কপ ফিল্মে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ