Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাবান্ধা পর্যন্ত রেল যাবে আগামী বছর

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন।
গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ঢাকা টু কক্সবাজার পর্যন্ত রেল চালু হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত টিকিটের ব্যবস্থা করা হবে এবং আগামী বছর পঞ্চগড় টু বাংলাবান্ধা পর্যন্ত রেলের সুফল পাবে দেশবাসী। এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইফসুফ আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফ হোসেন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ