রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল, মাদক পরিমাপের ডিজিটাল মিটার, তিনটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির নগদ ছয় হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার মঠেরপাড় গ্রামের মো. তফসের হাওলাদারের পুত্র মো. ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), সামছুল হক হাওলাদারের পুত্র মো. তফছের হাওলাদার (৬০), ভারানীরপাড় গ্রামের মো. নাসির হাওলাদারের পুত্র মো. নাঈম (১৮), মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. আওয়াল শেখের পুত্র মো. রেজা শেখ (৩০) ও ঢাকা সবুজবাগ থানাধীন মায়া কানন এলাকার মো. শাহীন আহম্মেদের পুত্র মো. ইয়াসিন রাব্বি (১৫)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।