বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামার গোয়ালডিহি ইউপিতে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজার লড়াই ভোটারদের দৃষ্টি কেড়েছে। ভোটাররা চাচা-ভাতিজার মধ্যে কাকে বেছে নেবে এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা। আপন বড় ভাইয়ের ছেলে বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রার্থী মো. আইনুল হক শাহ (নৌকা)। আর চাচা স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্বাস আরেফিন শাহ (ঘোড়া)।
বিজয় ছিনিয়ে আনতে ভোটারদের দ্বারে দ্বারে চাচা-ভাতিজা দাপিয়ে বেড়াচ্ছেন। চাচা আর ভাতিজাকে ঘিরে নির্বাচনী এলাকার মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বংশ পরম্পরায় এ পরিবারের খানসামায় বেশ সুনাম রয়েছে। তাদের এলাকার চেয়ারম্যান পদে আরেকজন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. নুরল হক (অটোরিকশা)। এছাড়াও চাচা-ভাতিজার পাশাপাশি এ ইউপিতে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন (চশমা), আব্দুর রহমান ইফতি (মোটরসাইকেল), রফিকুল ইসলাম রিকো (আনারস) ও মো. রমজান আলী (টেলিফোন)।
গোয়ালডিহি গ্রামের শাহ্পাড়ার হবিবর রহমান হবি গণমাধ্যমকে বলেন, আমাদের একপাড়ায় চাচা-ভাতিজাসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সাধারণ ভোটাররা বিপাকে ও দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন। তবে যিনি বেশি যোগ্য তাকে আমি ও আমরা ভোট দেব। উল্লেখ্য, খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে ৩৩জন চেয়ারম্যান পদে লড়াই করছেন। এছাড়াও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২২০জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।