পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার বাংলাদেশে দুইজনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত দুইজন জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। বর্তমানে তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। এই সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলার পাশাপাশি আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে মুহাম্মদ রাশেদুন্নবী ফেইসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো।’..
সকলকে অভয় দিয়ে এমডি জালাল উদ্দিন লিখেছেন, ‘ভয়ের কোনো কারণ নাই। ওমিক্রন এ পর্যন্ত পৃথিবীর কোথাও আহামরি তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। তাছাড়াও এখন ভ্যাক্সিনেশন কার্যক্রম সর্বত্র চলমান রয়েছে।’
স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে তাপস কুমার লিখেছেন, ‘সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
আবদুর রাজ্জাকের পরামর্শ, ‘সরকারে উচিত জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য আফ্রিকান দেশগুলো থেকে আগতদের আসা বন্ধ করে দেওয়া অথবা বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া। ওরা যে ফ্লাইটে আসলে ঐ ফ্লাইটের অন্য যাত্রীদের কি অবস্থা হইছে তা আল্লাহই ভাল জানেন।’
ফয়সাল আজম লিখেছেন, ‘এইটা পাবলিক করার কি দরকার ছিলো? সরকার গোপনে সবাইকে সতর্ক করতে পারতো! এখন সব দেশে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিবে।’
এম হাসান রুমু লিখেছেন, ‘ওমিক্রন ভয়াবহ নয়। হাইপ তুলবেন না। আতংক তৈরি করলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। একটাও অফিস, গার্মেন্টস বন্ধ করতে পারে না। যত চাপ দিতে পারে সবটুকু দেয় শিক্ষার মত মেরুদণ্ডে।’
উল্লেখ্য, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয়েছিলো দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত ৬২টি দেশে এটি ছড়িয়েছে। ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক বলা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর উপসর্গও প্রায় একই রকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।