Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল শহীদ চান্দু একাদশ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৪ পিএম

বগুড়া প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে শহীদ চান্দু একাদশ ।
শনিবার বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত মিডিয়া কাপে অংশ নেয় প্রেসক্লাবের সদস্যদের নিয়ে গঠিত শহীদ চিশতি হেলালুর রহমান একাদশ . শহীদ আজাদ একাদশ , শহীদ চান্দু একাদশ এবং শহীদ মাসুদ একাদশ নামের ৪টি দল ।
উদ্বোধনী খেলায় শহীদ চান্দু একাদশকে এবং শহীদ আজাদ একাদশ শহীদ চিশতি হেলালুর রহমান একাদশকে পরাজিত করে
ফাইনালে উন্নিত হয় ।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শহীদ চান্দু একাদশ নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শহীদ আজাদ একাদশ নির্ধারিত ওভারে ৫২ রান সংগ্রহ করলে ২ রানে জিতে চ্যাম্পিয়ন হয় শহীদ চান্দু একাদশ। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলেন মাসুদুর রানা ( ক্যাপ্টেন ), মহসিন রাজু, ইলিয়াস হোসেন, আমজাদ হোসেন মিন্টু, রাহাত রিটু, শফিউল আযম কমল, নাজমুল হুদা নাসিম, শাওন রহমান, জেড এ মিলন, আনোয়ার পারভেজ, কামাল সিদ্দিকী, আব্দুর রহিম, লতিফুল করিম (অতিরিক্ত)।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধাণ অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তি। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন সহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ