Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিক নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা তৈমূর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৬:৪৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নতুন মোড় নিয়েছে। এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্টিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন। কিন্তু নির্বাচনে ভোট গ্রহণের মাত্র ৮ ঘণ্টা আগে দলের সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হন।

তৈমূর আলম খন্দকার শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে তিনি মেয়র পদে হেভিওয়েট প্রার্থী হবেন বলে স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন। তার প্রার্থী হওয়ার খবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা গেছে।

শনিবার জেলা নির্বাচন কমিশন অফিসে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্রের বিষয়ে খোঁজখবর নেন তিনি। তবে তিনি দলের প্রতীক ধানের শীষে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেছেন।

তৈমুর আলম খন্দকার বলেন, দলের অনুমতি এবং যদি দল বলে তাহলে আমি নির্বাচনে অংশ নেব। এখনো আলোচনা চলছে।

এর আগে, গত ৫ ডিসেম্বর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপিসাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিএনপি নির্বাচনে অংশ না নিলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। তবে দলের সমর্থনে তৈমুর আলম খন্দকার নির্বাচন করলে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোট গ্রহণ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ২৮ ডিসেম্বর। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ