Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় প্রধানমন্ত্রীকে দায়ী করলেন রিজভী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৬:৪২ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতন্ত্র সম্মেলন হয়ে গেলো। বাংলাদেশকে সেখানে ডাকা হয়নি। এরপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমানসহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে গতকাল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা

আজ শনিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বেগম খালেদা জিয়াকে বিদেশে সু চিকিৎসা, স্থায়ী মুক্তি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচি বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শুধু তাই নয়। লেখাপড়ার ক্ষেত্রে তাদের সন্তানদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিষেধাজ্ঞা দিয়েছে যে, সেখানে তাদের অর্থ থাকলে সেগুলোও বাজেয়াপ্ত করা হবে। কেন তারা (যুক্তরাষ্ট্র) এই কর্মকর্তাদের নিষিদ্ধ করেছে? তারা তো চোখ বন্ধ করে নেই। দেশে কি হচ্ছে তারা সবই দেখছেন।

বিএনপিকে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা নেওয়া উচিত তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এ কথার উত্তরে দলটির এ মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী যে শিক্ষা আপনাদের দিচ্ছে বিএনপির নেতারা তার উল্টো শিক্ষা নেবে। তাহলে তারা মানবিক ও গণতান্ত্রিক হবে আর জনগণের পক্ষে থাকবে। স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্তের পক্ষে থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতোমধ্যেই সারা বিশ্বে আপনারা মর্যাদা হারিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনে আপনাদেরকে ডাকা হয় না। কারণ তারা মনে করেন আপনারা গণতান্ত্রিক নন। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের বিশিষ্ট নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে‌ছে। আপনারা এত খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছেন যে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এত খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তারপরেও ২১ বছর লেগেছে ক্ষমতায় আসতে। এবার ২১শ বছর লাগবে।

সংগঠনের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।



 

Show all comments
  • মোহাম্মদ মুসলিম উদ্দিন ১১ ডিসেম্বর, ২০২১, ১০:১২ পিএম says : 0
    যে যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাতি হয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ডিজিটাল ষড়যন্ত্রের মাধ্যমে। যে যুক্ত রাষ্ট্র বাংলাদেশের মুক্তি যুদ্ধের বিরোধিতা করেও ১৯৭১ সালে পাকিস্তানের সাথে পরাজয়ের গ্লানি মাথায় নিতে বাধ্য হয়েছিল, সেই যুক্ত রাষ্ট্র বাংলাদেশের জেনারেল আজিজ কিংবা র‌্যাবের বিরুদ্ধে তথাকথিত নিষেধজ্ঞার কথা বলে আত্ম সন্তুষ্টি উপভোগ করতে চায়।বাংলাদেশ আজ গোটা পৃথিবীতে একটি জাজ্জল্যমান বাস্তবতার প্রতীক। যে দেশে প্রেসিডেন্ট নির্বাচন বেচা কেনা হয়, সেদেশ বাংলাদেশকে কিসের গণতন্ত্র শিক্ষা দেবে !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ