Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন রত্না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৫:৫২ পিএম

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না এখন পর্দায় অনুপস্থিত। অনেকদিন তাকে পর্দায় দেখা যায় না। মাঝে লেখাপড়া ও সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। করোনা প্রকোপের আগে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেটা আর হয়নি। অবশেষে সে সুসময় তার সামনে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

রত্না বলেন, ‘আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর-লাকী সেভেন। সত্যিই আমি ভাগ্যবতী যে আমি আমার দাম্পত্য জীবনটা বেশ সুখে কাটাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে সুন্দর এক দাম্পত্য জীবন দিয়েছেন। আকতার মানুষ হিসেবে খুব অসাধারণ মানুষ, ভীষণ ভালো মনের মানুষ। আমার জীবনে তাকে পেয়ে আমি সত্যিই ভীষণ খুশী। বাকীটা জীবন তার সঙ্গে সুখে শান্তিতে কাটাতে চাই-চাই সবার দোয়া ভালোবাসা।’

রত্না জানান, এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ তিনি শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে যেসব সিনেমা সেগুলো হচ্ছে জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারী অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’। সিনেমাগুলো মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জাানান রত্না।

প্রসঙ্গত, ৬ বছর আগে ‘টোকিও মুভিজ’র কর্ণধার প্রযোজক আকতারুজ্জামান আকতারকে বিয়ে করেছিলেন তিনি। আজ তাদের বিবাহিত জীবনের ছয় বছর পেরিয়ে সাত বছরে পা রাখছেন। দুই সন্তান নিয়ে তার এখন সুখের সংসার। একজন রাজ্য হাসেন অন্যজন সহ্য হোসেন।

উল্লেখ্য, রত্না প্রথম আইয়ূব বাচ্চুর একটি মডেল হিসেবে কাজ করেন। বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে তিনি বেশ প্রশংসিত হন। চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ২০০১ সালের ৮ জুন সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমা মুক্তির মধ্যদিয়ে রূপালী পর্দায় রত্নার অভিষেক। এরপর ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’, ‘পড়ে না চোখের পলক’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘অঙ্ক’, ‘হিংসা প্রতিহিংসা’ আরও বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন। ২০১৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে সারা বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ