Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমী মাদরাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখছে

পটিয়া জিরি মাদরাসার সম্মেলন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পটিয়া আল-জামেয়া আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ২দিন ব্যাপী ইসলামি সম্মেলন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। জিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, পটিয়া আল-জামেয়া ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক মুফতী আবদুল হালিম বোখারী, হাটহাজারী মঈনুল উলুম মাদরাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, শিক্ষক জসীম উদ্দীন, শেখ আহমদ, শেখ আহমদ উলল্লাহ ঢাকা, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, খোরশেদ আলম কাছেমী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ডা. আ. ফ. ম. খালিদ হোছাইন, মুফতী আরশাদ ছোবহানী, মাওলানা কাজী ইউসুফ, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ শোয়াইব, সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা আবুল হাসেম, মাওলানা আবু মুসা, মাওলানা মফিজ উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন দেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে কওমী মাদরাসা অগ্রদূতের ভ‚মিকা পালন করছে। কওমী মাদরাসায় প্রকৃত আলেম ওলামা গড়ে উঠে। এ মাদরাসার শিক্ষিত আলেমগণ নবী করিম (সা.)’র সকল সুন্নত পালন করে থাকে। কোরআন সুন্নাহ পালনে নবীর পথ অনুসরণ করে ঈমান আক্বিদা মজবুত রাখার জন্য সকল মুমিনের প্রতি আহবান জানান বক্তারা ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ