Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে শহরের সার্কিট হাউজ পাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯টি বার্মিজ ।
আটককৃতরা হলেন, বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের মোল্যা জাহিদের ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে সোয়াইব ইসলাম, মুড়লি মহাসিন স্কুলের পাশে রাজু শেখের ছেলে ইয়াসিন আরাফাত, সদর উপজেলার রঘুরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার, উপশহর এফ বøকের ৯৮ নাম্বার বাড়ির মিজানুর রহমানের ছেলে বিল্পব হোসেন, শেখহাটি সরদারপাড়ার কালিতলার পাশে সেলিম শেখের ছেলে মিরাজ শেখ, বড় ভেকুটিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন তপু, নওদা গ্রাম বিশ্বাস বাড়ির মোড়ের কামরুলের ছেলে হাসন, বড় ভেকুটিয়া গ্রামের শওকত সরদারের ছেলে রাসেল, মুড়লি খা পাড়ার নাজনিন চেয়ারম্যানের বাড়ির পাশের মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ।
কোতয়লী থানার এসআই কামাল হোসেনের দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, আটককৃতরা গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর জিলা স্কুল ও সার্কিট হাউজের মধ্যবর্তি রাস্থার নতুন ভবনের সামনে জড়ো হয়। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে এসময় পিছু ধাওয়া করে তাদেরকে আটক করা হয় এবং অজ্ঞাত সাত থেকে আট জন পালিয়ে যায়। আটক ৯ জনের দেহ তল্লাশি করে নয়টি চাকু জব্দ করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। এরা শহরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ