রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সঙ্গে অভিমান করে তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বপ্না রানী সরকার (২৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর ভানুয়াব ব্রিজের ওপর এই আত্মহত্যার ঘটনা ঘটে।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্বপ্না রানী সরকার উপজেলার গোড়াই নয়াপাড়া গ্রামের সুশান্ত চন্দ্র সরকারের স্ত্রী বলে জানা গেছে। সুশান্ত পেশায় দর্জি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোড়াই খামারপাড়া গ্রামের ঝিলু মাস্টারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে পাশ্ববর্তী বাসাইল ইউনিয়নের স্বপ্না রানী সরকার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারের পনের মাস বয়সী শিয়ান নামে পুত্র সন্তান রয়েছে।
গত বৃহস্পতিবার সকালে তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।
পরে সুশান্ত মাছ ধরতে গেলে পুত্র সন্তান শিয়ানকে নিয়ে স্বপ্না রানী বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রেল সড়কের ওই স্থানে গিয়ে বিকেলে সাড়ে চারদিকে ঢাকাগামী চিত্রা একপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মৃত্যু হয়।
গোড়াই ইউনিয়ন পরিষদ সদস্য গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মা ও ছেলের লাশ বাড়িতে নিয়ে যাওয়া স্বীকার করেন।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল ঢাকাগামী চিত্রা একপ্রেস ট্রেনে নিচে শিশু সন্তানসহ মা ছেলের ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা জানিয়ে বলেন, লাশ স্থানীয়রা নিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।