Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের আগ্রহ বাড়ছে পানিফল চাষে

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নওগাঁয় পানিফলের ফলন ও বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। নওগাঁ সদরের খাগড়া বিল, মরা বিল, হাসাইগারি বিলসহ বিভিন্ন খাল ও জলাশয়ে মৌসুমী ফল হিসেবে চাষ করা হচ্ছে পানিফল। আষাঢ় মাস থেকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত এ ফলের চারা লাগানো যায়। দুই থেকে আড়াই মাস পর পাওয়া যায় ফল। প্রতিটি গাছে ৬ থেকে ৭ বার ফল তোলা যায়। প্রতি বিঘায় ৬০ থেকে ৭০ মন ফলন হয়। প্রতি মন প্রথমের দিকে ৮০০-১০০০ টাকা এবং শেষের দিকে ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগামী ৭-১০ দিন পর ফলন তোলা শেষ হয়ে যাবে । এ ফলের কোনো বীজ নেই, মৌসুম শেষে পরিপক্ক ফল থেকে আবারো চারা গজায়। সে চারাই পরে জলাশয়ে লাগানো হয়।

নওগাঁ থেকে ঢাকা, সিলেট, চট্রোগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পানিফল কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। পানিফল চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ সব ধরনের সহায়তা দেয়ার কথা জানায় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নওগাঁয় এ বছর প্রায় ৬০ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ