Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল হোসেন (৩৬) নামে এক কেবল নেটওয়ার্ক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা পল্লীবিদ্যুত সমিতির সামনে গত বৃহস্পতিবার ৩৩ কেভি লাইনে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার রাম রাম সেন গ্রামের হাবিবুর রহমানের ছেলে। জানা যায়, বেলাল হোসেন স্কাই নেট নামে একটি ক্যাবল নেটওয়ার্ক কোম্পানির মিস্ত্রি হিসবে কর্মরত ছিলেন। বৈদ্যুতিক খুঁটির সাথে মইয়ের ওপর দাঁড়িয়র নেটওয়ার্কের তার টানানোর সময় ৩৩ কেভি লাইনের তার মাথায় বৈদ্যুতিক শক খেয়ে মাথা শরীরের একাংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ