Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার সুন্দরী পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক পেজ, নীরব প্রশাসন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৮:০৬ পিএম

প্রযুক্তি যত সহজলোভ্য হচ্ছে, এর অপব্যবহারও তত বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কেউ ভালো উদ্দেশ্যে ব্যবহার করছেন, আবার কেউ প্রতারণাসহ অনৈতিক-বেআইনী কাজে ব্যবহার করছেন। সম্প্রতি খুলনার কয়েকজন নারী পুলিশ কর্মকর্তার ছবি বিভিন্ন ফেসবুকে পেজে ভেসে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে। শুধু খুলনা নয়, দেশের বিভিন্ন জেলার উর্ধ্বতন নারী পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ফেসবুকে তাদের একাকীত্বের কথা বলে বন্ধুত্বের উষ্ণ আহবান জানানো হচ্ছে। প্রেমের আহবানও জানানো হচ্ছে। এসকল ফেসবুক পেজের ছবি দেখে খুব সহজেই সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছেন, প্রতারণার শিকারও হচ্ছেন। প্রতারিত হওয়ার পর লোকলজ্জার ভয়ে তা তারা প্রকাশ করছেন না। আর যেহেতু নারী পুলিশের ছবির মাধ্যমে তারা প্রতারণার শিকার হচ্ছেন, তাই ভয়ে থানা-পুলিশও করছেন না।

প্রশ্ন হচ্ছে, আইন রক্ষা করেন যারা, তাদের ছবি নিয়ে যদি এমন অপব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ নারী পুলিশ, নারী পুলিশ, বিডি নারী পুলিশ এমন অসংখ্য নামে ফেক ফেসবুক পেজ রয়েছে। এসবের ফলোয়ারও অনেক। খুলনার একজন এডিশনাল এসপি পদমর্যাদার নারী কর্মকর্তার ছবি দিয়ে এমনই একটি পেজে বলা হয়েছে, ‘হাই বন্ধুরা, পুলিশ বলে ভয় পেও না, এখন কে কে ফ্রি আছো, ইনবক্সে আসো। ‘ আবার আরেকজন সিনিয়র এএসপির ছবি দিয়ে বলা হয়েছে,‘কোন সাহসী ছেলে কি আছো আমার সাথে প্রেম করার মত থাকলে ইনবক্সে আসো।’ অনেকেই এসব পোস্টে বিকৃত, কুরুচিপূর্ণ মতামত করছেন।

ফেসবুক পেজে ছবি দেয়া হয়েছে খুলনার এমন একজন নারী কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেএমপির জনসংযোগ বিভাগে কথা বলুন। অনুমতি ছাড়া এ বিষয়ে আমি কোন কথা বলতে পারব না। ফেসবুকে তার ছবি কোথাও ব্যবহার হয়েছে কিনা তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

এবিষয়ে সাবেক একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সাইবার ক্রাইম কন্ট্রোল ইউনিটগুলো এখন অনেক শক্তিশালী। চাইলেই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যে কোনো মুহুর্তে নিতে পারে। কিন্তু এতদিনেও কেন নিচ্ছে না, তা বোধগম্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ