Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাশিয়ার স্পুটনিক ভি বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০০ এএম

রাশিয়ার স্পুটনিক করোনাভাইরাস ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সিইও কিরিল দিমিত্রিভ গতকাল বৃহস্পতিবার ডেইলি ইসভেস্তিয়ায় এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন, ‘সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে, এটি সর্বোত্তম, সবচেয়ে কার্যকর এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন’। উদাহরণ হিসেবে তিনি হাঙ্গেরিতে পরিচালিত একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, স্পুটনিক ভি ভ্যাকসিনের কার্যকারিতা ৯৮ শতাংশ, এটি সব ভ্যাকসিনের মধ্যে সর্বোচ্চ কার্যকর। এতে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর ক্ষেত্রে ভ্যাকসিন না নেওয়া লোকদের তুলনায় স্পুটনিক ভি নেয়া লোকের সুরক্ষা ১৩০ গুণ বৃদ্ধি পাবে। ৫টি ভ্যাকসিন নিয়ে গবেষণায় দেখা যায়, স্পুটনিক ভি সর্বোচ্চ সুরক্ষা দেয়।

তিনি আরো উল্লেখ করেন, স্পুটনিক ভি-এর কার্যকারিতা অন্য ভ্যাকসিনের তুলনায় দীর্ঘস্থায়ী হয় এবং এটির পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। স্পুটনিক ভি নতুন করোনা ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।

স্পুটনিক ভি ২০২০ সালের ২০ আগস্ট রাশিয়া নিবন্ধিত করে, এটিই করোনার প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ভ্যাকসিন। বর্তমানে বিশ্বের ৭১টি দেশ এই ভ্যাকসিন ব্যবহার করছে। সূত্র : ডেইলি ইসভেস্তিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ