Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভয়নগর শত্রু মুক্ত হওয়ার ৫০ বছর পূর্তী আজ

অভয়নগর (যশোর) থেকে : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আজ ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় যশোরের অভয়নগর উপজেলা। প্রতি বছর দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ আপামর জনতা। কিন্তু চলতি বছর আজ ৯ ডিসেম্বর অভয়নগর শত্রুমুক্ত দিবসে রয়েছে ভিন্নতা। এদিন অভয়নগর উপজেলা শত্রæমুক্ত হওয়ার অর্ধশত বর্ষপূর্তী। অর্ধশত বর্ষপূর্তীর এ দিনটিকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে তাই এবার অভয়নগর মুক্ত দিবস উদযাপনে নেয়া হয়েছে ভিন্নমাত্রার আয়োজন। যা স্মরণকালের সেরা আয়োজন হিসেবে চিহ্নিত করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি। এদিন যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়াকে সাজানো হবে বর্ণিল সাজে। সেই সাথে থাকবে জমকালো আলোকস্বজ্জা। আয়োজক কমিটির পাশাপাশি নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী ও বাড়ির মালিকরা স্ব-স্ব উদ্যোগে তাদের প্রতিষ্ঠানে আলোকসজ্জা করবে বলে প্রস্তুতি নেয়ার খবর পাওয়া গেছে। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকবে বর্ণিল শোভাযাত্রা। থাকবে বাদ্যের ঝংকার। সেই সাথে মুক্তিযুদ্ধে অভয়নগরের প্রেক্ষাপট তুলে ধরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। জমকালো আয়োজনে যথাযথ মর্যদার সাথে দিনটি পালন উপলক্ষে মুক্ত দিবস উদযাপন কমিটির দ্বিতীয় প্রস্তুতিমুলক সভা থেকে এমনটিই জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ