বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাচঁ সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার দেওভোগ লিচুবাগের মো. জামিল হোসেনের পুত্র মো. রাফি ওরফে জি,এম রাফি (২০), একই থানার দেওভোগ পাক্কা রোড এলাকার মোবারকের ভাড়াটিয়া আলেকের পুত্র অপূর্ব (২০), জেলার বন্দর থানার সাবদির সেকান্দার খানের পুত্র সবুজ (২১), ফতুল্লা থানার দেওভোগ দাতা সড়কের এডভোকেট সোহাগের ভাড়াটিয়া মো. কিতাব আলীর পুত্র মো. রাকিব হোসেন ওরফে হাফিজ ওরফে হাবিব (২০) ও একই থানার লিচুর বাগের মৃত সালউদ্দিনের পুত্র মো. রাজন (২০)।
বুধবার (৮ ডিসম্বর) সকালে তাদের কে ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকিস্থ তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ অত্যাধুনিক দুটি সুইচ গিয়ার উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা দেওভোগ পানির ট্যাংকিস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে অত্যাধুনিক দুটি সুইচ গিয়ার সহ পাঁচ ডাকাত কে গ্রেফতার করে।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহ জানান,বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দেওভোগ পানির ট্যাংকি তিন রাস্তার মোড়ে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ৪/৫ জনের একটি ডাকাত দল ডাকাতি করার জন্য সেখানে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সে সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।