বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে ঝুটন বণিক (৩২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকায়।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকায় ঝুটন বণিক ও বিজয় বর্মণ নামে দুই জন তাদের পরিবার নিয়ে পাশাপাশি দুটি বাসায় ভাড়া থাকতো। গতকাল রবিবার সকালে ভিজা কাপড় বাসার আঙ্গিনার তারে রোদে শুকাতে দেয়াকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের স্বামীরাও ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় বিজয় বর্মণ কাঠের লাঠি দিয়ে ঝুটন বনিকের উপর এলোপাথাড়ি আঘাত করলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।