Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কেরানীগঞ্জে কেচির আঘাতে বন্ধু খুন

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ, ঢাকা : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুর কেচির আঘাতে সোহেল (২৫) নামে অপর এক বন্ধু নিহত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুঠিয়া মাঠে তুচ্ছ একটি বিষয় নিয়ে সোহেল ও রবিনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রবিন কেচি দিয়ে সোহেলের পেটে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় রবিন ও অপর বন্ধু সবুজ সোহেলকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাচ্চু মিয়া জানান, মৃত সোহেল দক্ষিণ কেরানীগঞ্জ ধরিপাড়া এলাকায় থাকে এবং একটি দর্জির দোকানে কাজ করে। এ ঘটনার পর রবিনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ