Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ নেতা হত্যাকারীদের বিচার দাবি

টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসন খলিফা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মগড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে পরিবারের লোকজন ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত আ.লীগ নেতার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ এলাকাবাসী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। এ সময় মানববন্ধনে দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভ‚ইয়াসহ অর্ধশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর রাতে জসন আলী খলিফার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে ঢাকা মেডিক্যালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর তার মৃত্যু হয়। ২ নভেম্বর বিল্লাল, ময়নাল, মেহেদী, মনিরুল হক, হেল্লালসহ অজ্ঞাত ব্যাক্তিদেরকে আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন তার পরিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ