রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসন খলিফা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মগড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে পরিবারের লোকজন ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত আ.লীগ নেতার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ এলাকাবাসী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। এ সময় মানববন্ধনে দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভ‚ইয়াসহ অর্ধশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর রাতে জসন আলী খলিফার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে ঢাকা মেডিক্যালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর তার মৃত্যু হয়। ২ নভেম্বর বিল্লাল, ময়নাল, মেহেদী, মনিরুল হক, হেল্লালসহ অজ্ঞাত ব্যাক্তিদেরকে আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন তার পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।