Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে শিক্ষক নেতৃবৃন্দের একযোগে পদত্যাগের ঘোষণা

অনিয়ম ও দর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সীমাহীন অনিয়ম, দুর্ণীতি, অর্থের বিনিময়ে একাধিক কমিটির অনুমোদনসহ নানা অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আখতারুজ্জামান ফারুক। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২১৯৮/১৫) জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে সহকারি শিক্ষকদের চাঁদার টাকা আত্মসাত করেছেন। এছাড়াও তারা অর্থের বিনিময়ে একই উপজেলায় একাধিক উপজেলা কমিটির অনুমোদন দিয়ে সহকারি শিক্ষকদের বিভ্রান্ত করছেন। যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। তাদের এমন কর্মকান্ডকে ঘৃণাভরে ধিক্কার জানিয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার পদ থেকে কমিটির সকল নেতৃবৃন্দ একযোগে পদত্যাগের ঘোষণা দেন। একই সাথে তারা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি এস-১২০৬৮ এ যোগদানেরও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা শাখার পদত্যাগী সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম রুবেল, শিক্ষক নেতা মো. শফিউল আলম শফি, মো. শহিদুল্যাহ প্রধান, এটিএম শামছুজ্জোহা বুলেট, আবু তাহের প্রধান, নুর আলম সরদার, মাহফুজুর রহমান, জোবাইদুর রহমান, আহম্মদ আলী, এএফএম আমিনুর রহমান, মেজবাউল কবীর ফুয়াদ, ওয়াজেদুর রহমান, শহিদুল ইসলাম, নাজমুল হাসান কনক, সাহেব আলী শাহিন সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ