রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের হাতে বৃদ্ধ বাবা ছুট্টু মিয়া (৬৫) নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে মনির হোসেন বেড়তলা এলাকায় একটি ধানের মিলে কাজ করেন। সে মালিকের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে কাজে যাচ্ছিলো না। বিষয়টি জানতে পেরে পিতা ছুট্টু মিয়া ছেলেকে কাজে যাওয়ার জন্য বললে সে তার বাবার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মনির মিয়া ধান শুকানোর যন্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করে। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে মাকেও আঘাত করে মনির।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ছুট্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মা মিনারা বেগমকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, মনির হোসেনকে বাড়ি থেকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।