Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় জাওয়াদ : বাগেরহাটে টানা বর্ষণে ফসলের ব্যপক ক্ষতি

বাগেরহাট সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৫:৪৪ পিএম

ঘূর্ণিঝড় জাওয়াদে‘র প্রভাবে টানা বৃষ্টিতে বাগেরহাটে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের অবিরাম বর্ষণে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে শীতকালীন সবজি, ডাল, সরিষা, গম, বীজতলাসহ রবি মৌসুমের নানান ফসল। এতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
বাগেরহাট কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন জানান, গত দুই দিনের টানা বৃষ্টিতে ৩৫ হেক্টর জমির শীত কালীন সব্জি, ২০৭ হেক্টর জমির বোরো বীজতলা, ১৫০ হেক্টর জমির রোপা আমন, ১৩৭ হেক্টর জমির সরিসা, ১৬১ হেক্টর জমির খেসারী, ৩০ হেক্টর জমির মুসুর ডাল, ২ হেক্টর জমির মটর ডাল, ১৭ হেক্টর জমির গম আক্রান্ত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ