Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দৌলতপুরে দুইদিনের টানা বৃষ্টিতে ফসলের ব‌্যাপক ক্ষতি

দৌলতপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ২:৪৬ পিএম

জেলার দৌলতপুর উপজেলায় দুইদিনের টানা বৃষ্টিতে সরিষাসহ বিভিন্ন ফসলের ব‌্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

অসময়ের এ বৃষ্টিতে উপজেলার সরিষা ও শীতকালীন সবজী পেয়াজ, রসুন ও আলুর জমিতে পানি জমেছে এবং ফসল হেলে পড়েছে। এতে কৃষকেরা লোকসানের আশঙ্কা করছেন।

কৃষকরা জানান, বর্তমান বাজ‌ারে ভোজ‌্যতেলের দাম বেশি হওয়ায় তারা তেলের চাহিদা পূরণের জন‌্য বেশি করে সরিষা আবাদ করেছেন। কিন্তু দুই দিনের টানা বৃষ্টি তাদের এ আশাকে নষ্ট করে দিয়েছে।

উপজেলার খলসী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সরিষা চাষী সাইজুদ্দিন বলেন, ‘এ বছর তিন বিঘা জমিতে সরিষার চাষ করেছি। সরিষায় ফুল এসেছে। কিন্তু দুই দিনের টানা বৃষ্টিতে সরিষাগাছ হেলে পড়েছে। একদিকে পোকামাকড় ফসলের ক্ষতি করেছে। আমি টাকা ধার করে জমি চাষ করেছিলাম। এবার আমার অনেক লোকসান হবে।

অপর কৃষক আচান মিয়া বলেন, ‘আমার এক বিঘা জমির সরিষা নিয়ে চিন্তায় আছি। প্রচুর বৃষ্টি হয়েছে। সরিষা পড়ে গেছে। আজও সূর্যের দেখা যাচ্ছে না।

উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফসলের জমিতে পানি জমেছে এবং সরিষার গাছ হেলে পড়েছে। উপজেলার মোটামুটি দুইশত হেক্টর জমির প্রধানতঃ সরিষা সহ অন‌্যান‌্য ফসলের ফসলের ক্ষতি হয়েছে। যাদের ক্ষতির পরিমান বেশি আমরা তাদের তালিকা করছি।



 

Show all comments
  • Saijee Sahadat ৭ ডিসেম্বর, ২০২১, ৪:৩৫ পিএম says : 0
    কেবল দৌলতপুরে নয়- মানিকগঞ্জের সর্বত্রই সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ