Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরের বড়াইগ্রামের সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ২:৪৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে এই আদেশ দেন বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক মেহেদী হাসান। এ মামলায় নতুন করে ১৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১৪ জন আসামি ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ