Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ফসলের ব্যাপক ক্ষতি

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১:০৮ পিএম

ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে চলছে ঝড় ও অনাবরত বৃষ্টি। ফলে সেচ প্রকল্পে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাতাসে পড়ে গেছে পাঁকা ধান ও তলিয়ে যাচ্ছে বৃষ্টির পানির নীচে। সবজি জমিতে পানি জমার কারনে নস্ট হওয়ার আশংকা। অনেক এলাকায় বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। সরিষা ও ভুট্টা চাষীরা চাষাবাদ করে বীজ নস্ট হওয়ার ধারনায় হতাশ।

হানির পাড় গ্রামের কৃষক লাল মিয়া,বৃষ্টির পানিতে কয়েক দিন আগে লাগানো সরিষা ও ভুট্টা জমি তলিয়ে গেছে। সরিষা ও ভুট্টার গাছ এখন জালায়নি। এগুলো পঁচে নস্ট হয়ে যাবে। জলাবদ্ধতার কারনে প্রতি বছর আমরা ঠিক মতো ফসল ঘরে তুলতে পারি না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে ঝড় ও বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই সেচ প্রকল্পে জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতায় ফসলের অনেক ক্ষতি হয়। পাউবো কতৃপক্ষে এ ব্যাপারে দ্রুত ব্যবস্হা নেওয়া প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ