Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া

কাপাসিয়ায় যুবদলের কর্মী সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গত রোববার বিকালে বিশাল কর্মী সমাবেশ ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার মাঝেও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।
উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুম সরকারের সভাপতিত্বে নাশেরা ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু।
সাধারণ সম্পাদক সাহেদ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা’র সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সমাবেশের শুভ উদ্ধোধণ করেন উপজেলা বিএনপির আহবায়ক রিয়াজুল হান্নান রিয়াজ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে উপজেলা যুবদলের পরামর্শে বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। কর্মী সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল
হোসেন মোলদ্ধা, সাধারণ সম্পাদক সোলায়মান মোলদ্ধা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর মাসুদ করিম, বিএনপি নেতা মজিবুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া হোসেন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদকমতিউর রহমান মতি, সহ- সাংগঠনিক সম্পাদক টিপু খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, যুবদল নেতা সারোয়ার হোসেন লিটন, মাকসুদ ফরাজি, সেপু, শরীফ ফকির, মিজানুর রহমান, ফারুক মাষ্টার, আকরাম হোসেন, মাসুদ মোলদ্ধা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমীন, ছাত্রদল নেতা শিবলু আলম সোহেল, মোজাম্মেল হোসেন প্রমুখ।
বৈরী আবহাওয়ার মাঝেও কর্মী সমাবেশের শুরুতে বর্ণাঢ্য ব্যানার ও ফেস্টুন সহ মিছিল নিয়ে যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।



 

Show all comments
  • Sohag KHAN ২২ মে, ২০২২, ৮:২৩ পিএম says : 0
    best of luck
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ