Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার লাখ টাকা জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

নিত্যপণ্যের বাজার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৬৪ প্রতিষ্ঠানকে চার লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয় বলে অধিদফতর সূত্র জানিয়েছে।

বাজার তদারকিকালে চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, কাঁচা সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের মজুত, মূল্য, ক্রয়-বিক্রয় রসিদ, মূল্য তালিকা পরীক্ষা করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্যের বিক্রয়, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হ্যান্ড মাইকে সতর্ক করা হয়।

পাশাপাশি বেকারি, ফার্মেসি ও রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য সংরক্ষণ, বাসী খাবার সংরক্ষণ, খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ঢাকা মহানগরীর বনশ্রী, কল্যাণপুর ও পশ্চিম রাজাবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৩টি টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমে অধিদফতরের দুজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সারাদেশে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিত্যপণ্য

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ