রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবগঠিত টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নানাবিধ জটিল রোগ তার জীবনকে বিপন্ন করে তুলেছে। তার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেশের প্রচলিত আইনে কোন বাধা নেই। তারপরও সরকার তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য প্রেরণের দাবি জানিয়েছেন। সরকার নানাভাবে আমাদের আন্দোলন সংগ্রামে বাধা প্রদান করছে। গণতন্ত্র হরণ করছে। যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না। সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।