Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলা আ.লীগ নেতার স্মরণসভা

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

শরণখোলা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কামল উদ্দিন আকনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা আ.লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য আর্পন, শোকর‌্যালি, স্বরণসভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত স্বরণসভায় সভাপতিত্বে করেন উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সদস্য ও সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, শ্রমিকলীগ সভাপতি মেজবা উদ্দিন খোকন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোনন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ