Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাই ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩ টায় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলনে প্রস্তুতি কমিটির আহŸায়ক শামীম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক আবু নছর রিপন ও শাখাওয়াত বাবুর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার রায়হান, ছাত্র বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক ফৌজিয়া নিজামী তামান্না, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুল রহমান, মিঠুন শর্মা সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য রয়েছে। ছাত্রলীগ একটি সুশৃংখল সংগঠন। মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠনকরা এই সংগঠনের পদে আসবেন। তাই সকলকে মাদকের, জঙ্গীবাদ ও সন্ত্রাস এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ