Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বেসরকারি ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মশিউর রহমান মুকুলের (৫২) লাশ উদ্ধার করা হয়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ সদর বাজারের রাইসা ক্লিনিক ও রাইসা মোটরসের স্বত্বাধিকারী ছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সম্পর্কে নিহতের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা বেগম দাবি করেছেন, তার স্বামী (মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানসিক সমস্যা হয়। সে কারনেই আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানার ওসি ইকবার বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ