Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মূল্যবান এ ধাতুটির দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। তবে সামান্য কমলেও গত কয়েক দিনের তুলনায় ভালো অবস্থানে রয়েছে পণ্যটির দাম। স্ট্রিট জার্নাল জানায়, ডলারের মান বাড়লে স্বর্ণের বাজারে ব্যবসায়ীদের মধ্যে বিক্রয় প্রবণতা বেড়ে যায়। যখন ডলারের মান বাড়ে, তখন অন্য মুদ্রা ব্যবহারকারী ব্যবসায়ীদের কাছে স্বর্ণ ব্যয়বহুল হয়ে ওঠে। গত বৃহস্পতিবার ডলারের মান বাড়লেও স্বর্ণের দামে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন পণ্যটি সর্বোচ্চ দরে বিক্রি হলেও দিন শেষে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কয়েক দিন ধরে ডলারের অবমূল্যায়নের কারণে স্বর্ণের দাম বেড়েছে। তবে বৃহস্পতিবার হঠাত্ ডলার শক্তিশালী হয়ে ওঠে। ওয়াল স্ট্রিট জার্নাল ডলার ইনডেক্সের তথ্য অনুযায়ী, এদিন ডলারের মান শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। এরই প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। বৃহস্পতিবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। এদিন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২৬৭ দশমিক ৫০ ডলারে। এদিন লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ১৭৫ দশমিক ৯০ ডলারে পৌঁছে যায়, যা গত ৫ অক্টোবরের পর সর্বোচ্চ দর। চলতি মাসের শুরুর দিকের তুলনায় বর্তমানে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেশি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী স্বর্ণের দাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ