Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচনী অনিশ্চয়তার প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : প্রাক-নির্বাচনী অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের কিছু কিছু ব্যবসায়িক খাতে টানাপড়েন দেখা যাচ্ছে। যদিও সামগ্রিকভাবে অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে। সম্প্রতি ফেডারেল রিজার্ভের বেজ বুক জরিপে এ কথা বলা হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ১২টি ফেডারেল রিজার্ভ জেলার অর্থনীতিবিদ, এবং অন্যদের মতামত সংগ্রহ করেছে বেজ বুক। আগামী ১-২ নভেম্বর ফেডের নীতিনির্ধারণী বৈঠক উপলক্ষে এ জরিপ চালানো হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করলেও জরিপে অর্থনীতি নিয়ে আশাবাদী স্বর লক্ষ করা গেছে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিটির প্রায় সব অঞ্চলেই মাঝারি অগ্রগতি অব্যাহত রয়েছে। জরিপ অনুসারে, মাঝারি ধরনের কর্মসংস্থান ও মজুরিসহ মার্কিন শ্রমবাজারে ‘স্থিরাবস্থা’ বজায় রয়েছে। এদিকে শক্তিশালী ডলারের কারণে মার্কিন রফতানি পিছিয়ে পড়ছে। কর্মসংস্থান বাজার স্থিতিশীল থাকলেও এর গতি মন্থর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনী অনিশ্চয়তার প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ