বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পুরাতন গরুহাটি আরডিএস এর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করেন এডাব শেরপুর জেলা কমিটি। আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হই এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
এডাব শেরপুর জেলা কমিটির সভাপতি ও আরডিএস এর নির্বাহী পরিচালক মো. নুরু উদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসপাডা ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ, এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমুখ। এসময় শেরপুরের বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন আকারে প্রকারে এটি ভয়াল থাবা বসিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাহিরে নয়। সাম্প্রতিক সময়ে এদেশেও ভয়াবহ জঙ্গি সন্ত্রাস আমরা প্রত্যক্ষ করছি যা হাজার বছরের সাম্প্রদায়িক সাংস্কৃতিক ভিত নাড়িয়ে দেয়ার উপক্রম করেছে। জাতি আজ শংকিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশ হয়। মূলত সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বীজ বপন হয় জঙ্গিবাদের। ফলশুতিতে সৃষ্টি হয় জেএমবি, হরকাতুল জিহাদ ইত্যাদি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় জঙ্গিবাদ এখন একটি অরোপিত অন্তরায়। তাই জঙ্গিবাদ নির্মূল এখন সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, বহুবছর থেকেই জঙ্গিবাদ নিয়ে আমরা সবসময় আতঙ্ক বিরাজ করি। জঙ্গিবাদ আসলে রাজনৈতিক গেইম বা কর্মসূচি। যেকোন সময় দেশে জঙ্গিকার্যক্রম হতে পারে এমন ভয় সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান। তাই এ সমস্যাকে মোকাবেলার জন্য সমাজি, রাজনৈতিক সাংস্কৃতিকভাবে সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।