Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ মাদক বিক্রেতার কারাদন্ড

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারির বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার কর্মকর্তা ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযানে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মোন্নাফ মিয়ার বাড়ি থেকে মাদক বিক্রির সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করে। মাদক কারবারিরা হলেন ওই গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মোন্নাফ মিয়া (৪০) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের মৃত আব্দুল কাদেরের ছেলে মাদক ব্যবসায়ী আজাদ আলী (৭০)। আজাদ আলীকে এক বছর ও মোন্নাফ মিয়াকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ