Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মানের সম্ভাব্যস্থান পরিদর্শন করলেন একসাথে দুই এমপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৫:২৪ পিএম

সিলেট বালাগঞ্জ ও মৌলভীবাজার রাজনগরের সাথে যোগাযোগের জন্য কুশিয়ারা নদীর উপর সেতু নির্মানের স্থান পরিদর্শন করলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। আজ শনিবার সকালে বালাগঞ্জ ও রাজনগর অংশে নদীর দুই পারে সেতু নির্মাণের স্থান করা হয় পরিদর্শন। এর আগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দেখানো হয় সেতু নির্মাণের নকশা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব পৌলনপুরের ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ