Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুর্ণিঝড় জাওয়াদ, মোংলা বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৪:৪৫ পিএম

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ শনিবার দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পশুর নদীতে দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। দুপুরে বন্দর সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রাথমিক প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ঝড়ের পরিস্থিতি বুঝে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, আমরা বাংলাদেশ, ভারত ও ইউএসএ'র আবহাওয়া বুলেটিন পর্যবেক্ষণ করছি। যদিও এটি আমাদের দিকে আঘাত হানার খুব বেশি সম্ভাবনা নেই। তারপরও আমরা প্রস্তুত আছি। এ মুহুর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হচ্ছে। তবে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মোংলা বন্দরে বিদেশি জাহাজ আসা-যাওয়া, পণ্য বোঝাই-খালাস ও পরিবহন স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।
এদিকে, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদ'র আশঙ্কায় ইতিমধ্যেই আমরা সভা করে প্রস্তুতি নিয়েছি। ঝড়ের পরিস্থিতি বুঝে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ