Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়িতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ির বাশুরিয়া এলাকা থেকে নিখোঁজ আসিফ হোসেনের (৯)লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

এর আগে শুক্রবার দিনগত রাত ১১টায় সে নিখোঁজ হয়। নিহত আসিফ শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ফুলকুড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।

সরিষাবাড়ি থানার আওতাভুক্ত তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস হোসাইন জানান, শুক্রবার রাতে দিনাজপুর থেকে কাঠের গুঁড়ি ভর্তি ট্রাকে আসিফ শেরপুরের ঝিনাইগাতি যাচ্ছিল। পথে বাশুরিয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শিশু আসিফ খাদের পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ছানোয়ার হোসেন জানান, দুপুরে সরিষাবাড়ি ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে শিশু আসিফের লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ