Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বড়শিতে ধরা পড়ল ৫০ কেজি ওজনের মাছ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১০:০৮ এএম

কুমিল্লা নগরীর ধর্মসাগর দীঘিতে বড়শিতে ধরা পড়ল ৪৩ কেজি ৬শ গ্রাম ওজনের ব্ল্যাক কার্প মাছ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮ টায় ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপনের বড়শিতে এই বড় মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে ধর্মসাগর পাড়ে যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় তিনি বলেন, কুমিল্লার ধর্মসাগরে বড় মাছের ঐতিহ্য এখনও টিকে রয়েছে। কুমিল্লা জনপ্রিয় ব্যাংক ও ট্যাঙ্কের জন্যে। কুমিল্লার অনেক দিঘী বা পুকুরে বড় বড় মাছ পাওয়া যায়। এসব বড় মাছ নদীতে পাওয়া যায়। তবে দিঘীতে এত বড় মাছ বিরল ঘটনা। এই জন্য আমি বলি, কুমিল্লা এগিয়ে যাবে। রিপন মাছটি ধরেছে। তাই আমি খুবই খুশি।

ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, আমি বড়শি নিয়ে বসেছি ৫ টায়। রাত ৮ টায় মাছটি বড়শিতে ধরা পড়ে। প্রায় ৪০ মিনিট মাছটি পানিতে ছিল। পরে নেটিং করে উপরে তুলেছি। মাছটি এমপি বাহার মহোদয়কে উপহার দিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ